নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ দশঘর ইউনিয়ন ইমাম মার্কেট পীরের বাজারে এস আর এফ ফার্ণিচার গ্যালারী (১)এর উদ্বোধন উপলক্ষে ১১ই মার্চ রোজ শুক্রবার ২২ইংরেজী সকাল ৯ঘঠিকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন
চক কাশিম পুর মাদ্রাসার মুহতামিম, মাও,খবির উদ্দীন,ময়নাগন্জ জামে মসজিদের ইমাম ও খতিব মাও,আব্দুর রহমান,এস আর এফ ফার্ণিচার গ্যালারীর পরিচালক পীরের বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম আমিনী চক কাশিম পুর মাদ্রাসার নয়বে মোহতামিম, মাও,মতিউর রহমান,মুফতি আব্দুল কাইয়ুম জিহাদি,দারুল উলুম বাগিচা বাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাও, মোহাম্মদ আলী,মাও,ছিদ্দীকুর রহমান (দাদা হুজুর)সাংবাদিক আনহার বিন সাইদ, মাও,শরিফ উদ্দীন,মোঃশফিকুল ইসলাম,মাও আবু সুফিয়ান,প্রমুখ।
ব্যাবসার উন্নতি ও দেশ বিদেশের সকলের রোগমুক্তি কামনায় মোনাজাত করেন মাওলানা খবির উদ্দীন।