নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) মধ্যরাতে শাহজাহানপুরের গুলবাগে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত রুবেলের ভগ্নিপতি মামুন আহমেদ গণমাধ্যমে বলেন, অলিউল্লাহ একজন ব্যবসায়ী। তিনি শাহজাহানপুর এলাকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার কাজ করতেন। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার স্ত্রী তানজিনা দেওয়ান মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে রাজারবাগ এলাকা থেকে অলিউল্লাহ শাহজাহানপুরের গুলবাগের বাসায় ফিরছিলেন। বাসার পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রুবেল শাজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনের একটি বাসায় স্ত্রী ও ১০ বছরের এক মেয়েকে নিয়ে বসবাস করতেন।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম গণমাধ্যমে জানান, তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। কারা, কী জন্য এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply