এম এ আউয়াল : নোয়াখালীর সেনবাগে স্বাস্হ্যসেবা নিশ্চিত করনে কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেছেন স্হানীয় সাংসদ ও হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম। গত শনিবার বিকেল ৫ টায় ৫০ শর্য্যা সেনবাগ স্বাস্হ্যকমপ্লেক্স হলরুমে ইউএইচএফপিও ডা,মুহিবুস সালাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোরশেদ আলম এমপি।
ইউএইচএফপিও হিসেবে ডা,মুহিবুস সালাম খান সবুজ সহ ৪২তম বিসিএস উত্তীর্ণ ৮ জন চিকিৎসক সেনবাগ স্বাস্হ্যকমপ্লেক্স এ যোগদান করেন ২৮ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে যোগদানকৃত চিকিৎসকদেরকে বরণ করেন স্হানীয় সাংসদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্বাস্হ্যকমপ্লেক্স এ চিকিৎসক সহ ৩য় ও ৪র্থ শ্রেনীর স্টাফদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট জনবল সংকট,জীর্ণশির্ণ মূলভবন মেরামতের বিষয়টি মতবিনিময় সভায় স্হান পায়। উপজেলা পর্যায়ে জনগনের স্বাস্হ্যসেবা নিশ্চিতকরণে স্হানীয় সাংসদ চিকিৎসকদের সহযোগীতা কামনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি, আরএমও, ডা,রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন কানন,কর্মরত চিকিৎসক সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে স্হানীয় সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম সেনবাগ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের নেতৃত্বে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।