নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে স্ত্রী লামিয়া আক্তার আখিকে নিয়ে শশুর বাড়ি বেরাতে এসে শালিকা জান্নাতি আক্তার (১৪) কে নিয়ে পালিয়ে গেছে দুলাভাই।
পালিয়ে যাওয়া দুলাভাইয়ের নাম ইউসুফ সিকদার। তিনি উপজেলায় চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামের শাওজাহান সিকদারের পুত্র।
জানা যায়, চরাদি ইউনিয়নের ছাগলদী গ্রামের হারুন হাওলাদার দুই বছর আগে তার বড় কন্যা লামিয়া আক্তার আখিকে পার্শ্ববর্তী ইউনিয়ন চরমদ্দির বাদল পাড়া গ্রামের ইউসুফ শিকদারের কাছে বিবাহ দেন। লামিয়া আক্তারের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
লামিয়া আক্তার জানান, কয়েকদিন আগে আমি আমার স্বামীর বাড়ি থেকে স্বামী ইউসুফ সিকদারসহ শশুর শাওজাহান সিকদারকে সাথে নিয়ে বাবার বাড়িতে বেরাতে আসি। আমার ছোট বোন জান্নাতি বাসা থেকে বের হয়ে বাজারে খাতা কলম কিনতে গেলে তার সাথে আমার স্বামী ইউসুফ সিকদার ঘুরতে যাওয়ার কথা বলে এক সাথে বাজারে যায়। পরে আর তারা ঘরে ফেরেনি। বাজারে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি আমার ছোট বোন জান্নাতিকে একটি মাহিন্দায় চড়িয়ে আমার স্বামী পালিয়েছে। এই বিষয়ে গতকাল ২১ জুলাই বাকেরগঞ্জ থানায় একটি অপহরণ মামমা দায়ের করেছি। মামালা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, শালী ও দুলাভাইকে উদ্ধারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply