1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:২২ অপরাহ্ন

কক্সবাজারে  র‌্যাব-১৫ এর অভিযানে ১,০০০ পিস ইয়াবা ও ০৫ পুরিয়া গাঁজাসহ একজন গ্রেফতার

দেলোয়ার হোছাইন :কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৬/০৩/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউপিস্থ কুলালপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৩.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে মোঃ শামশুল আলম (৫৫), পিতা- মোঃ সাব্বির আহাম্মদ, মাতা-ছবুরা খাতুন, সাং-কুলালপাড়া, সাব্বির আহম্মদের বাড়ি, ০৯ নং ওয়ার্ড, ইউপি- হলুদিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা আছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ, বসত ঘর এবং আশপাশ তল্লাশী করে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ পুরিয়া গাঁজা (যার ওজন প্রায় ১০ গ্রাম) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme