এফ.আই. নয়ন (স্টাফ রিপোর্টার) নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১৩ হাজার ৪৮৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ যাবৎ মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বেসরকারী ভাবে আরো বেশী বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত প্রতিবেদনে ১৪ই জুন (সোমবার) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
১৩ই জুন থেকে ১৪ই জুন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ২৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ১৩ হাজার ৬১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে এনসিসি এলাকায় ৭ জন, আড়াইহাজার উপজেলায় ২ জন, সোনারগাঁও ২জন, বন্দর উপজেলায় ৩জন, রূপগঞ্জে ৫জন আক্রান্ত হয়েছে। এছাড়া নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’ ১১জন ও আক্রান্ত ৫ হাজার ১শ’৩০ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৩ জন ও আক্রান্ত ২ হাজার ৭শ’৬৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮শ’৭৬ ও মারা গেছেন ৯ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৯শ’১২জন ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২৭২ জন ও মারা গেছেন ৩৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫শ’২৭জন।