এম এ আউয়াল : পূর্ববিরোধের জের ধরে নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর বাড়ীতে অতর্কিতে হামলার ঘটনা ঘটেছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় উপজেলার নবীপুর ইউনিয়নের শ্রীপর্দী গ্রামের ইরান প্রবাসি নুর নবীর নতুন বাড়ীতে এ এঘটনা ঘটেছে।হামলার ঘটনায় ইব্রাহিম (১৮) নামে এক যুবক আহত হয়।স্হানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগকারী হাজেরা খাতুন (৫৮) জানান,পূর্ববিরোধের জের ধরে স্হানীয় নজরুল ইসলাম (২৩) ও সাইফুল ইসলামের নেতৃত্বে লোকজন রাত ২টার দিকে বিল্ডিং এর দুটি দরজায় বাহিরের হুক লাগিয়ে অতর্কিতভাবে ৫ টি জানালার থাইগ্লাস ভাংচুর করে।এসময় হামলাকারীরা পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকি প্রদর্শন করে পালিয়ে যায়।ছয় মাস আগে ও অভিযুক্তরা তার মেয়ের স্বামীকে হামলা চালিয়ে আহত করে। এঘটনায় প্রবাসির স্ত্রী হাজেরা খাতুন ৩ জনকে আসামীকরে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্হানীয় লোকজন জানান,হামলাকারীরা একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সকলের সহায়তা কামনা করেছেন ভূক্তভোগী পরিবারটি।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অধিকতর তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।