নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :জিয়াউল হক আকন-
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।
১৭ মার্চ, ২০২২ বৃহস্পতিবার জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে বিকাল ৫ টায় উপজেলা প্রশাসন,বাকেরগঞ্জের আয়োজনে এ উদ্বোধন করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন সহ প্রসাশনের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ সর্বস্তরের সাধারণ মানুষ।