নিজস্ব প্রতিবেদক নড়াইল :নড়াইল লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ এনে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগের নধিসুত্রে যানা গেছে,ইকবাল বিশ্বাসের ছেলে দিপু বিশ্বাস, পাখি শেখের ছেলে হাসিবুল শেখ,শাহানুর শেখের ছেলে রাহাব শেখ নারী লোভী ও খারাপ প্রকৃতির লোক। এলাকার অসামাজিক কার্যকলাপ ও নারীদের জীবন নষ্ট করা তাদের নেশা।মুন্নি বেগমের স্বামী জাহাজে চাকরি করে। তার একটি শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে। দিপু বিশ্বাসের নজরে পড়ে এই মুন্নি বেগম। প্রাই তাদের বাড়ির আশে পাশে উৎপেতে থাকে এবং সুযোগ পেলে বিভিন্ন রকম হায় ইশারা করে। সম্প্রতি তাকে কু- প্রস্তাব দিলে মুন্নি রাজি না হয়ে তার শাশুড়িকে বিষয়টি জানায়।মুন্নি বেগমের শশুর -শাশুড়ি দিপু বিশ্বাসকে বাড়িতে আসতে নিষেধ করেন। বাড়ির আশে পাশে আসতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে দিপু ও তার সহযোগী হাসিবুল ও রাহাব (১৬ মার্চ) বুধবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে মুন্নির জোর পূর্বক তার শ্লীলতাহানি হানি ঘটায়।তার শরিলের ওড়না ধরে টানাহিচড়া করে। তখন মিন্নির চিৎকারে তার শাশুড়ি আসলে অবস্থা বেগতিক দেখে আসমিরা দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মুন্নি বেগম জানান, দিপু ও তার সহযোগীরা আমাকে প্রায় উতক্ত করে। আমি গোছল করতে গেলে আমার দিক তাকিয়ে থাকে। আমাকে কু প্রস্তাব দিলে আমি আমার পরিবারকে বলি। আমার শাশুড়ী তাদের আমাদের বাড়ি আশে পাশে আসতে নিষেধ করায় ওরা আমার শ্লীলতাহানি ঘটায়।
মুন্নি বেগমের শাশুড়ি বলেন, দিপুকে আমাদের বাড়ির পাশে আসতে নিষেধ করা হয়েছিল। যখন আমরা কেউ বাড়িতে নেই ঠিক তখন দিপু তার বাহিনী নিয়ে আমার বাড়ি এসে আমার বৌমার সাথে খারাপ আচারন করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে জানতে লোহাগড়া থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।