মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ভোক্তা অধিকার রক্ষায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে ৩টি মুদি দোকানের জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার টিএন্ডটি মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। পেশকার মেহেদী হাসান জানান, ধামইরহাট থানার এস আই মো. মাসুদ রানার নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগীতায় হান্নান স্টোর, তৌহিদুর রহমান স্টোর ও রবিউল স্টোরে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারা লংঘনের দায়ে হান্নান স্টোরের ৩ হাজার টাকা, তৌহিদুর স্টোরের ২৫০০ টাকা ও রবিউল স্টোরের ২৫০০ টাকা জরিমানা করেন। বিগত ৩ মাসে ৫৫ টি মামলায় বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং বিভিন্ন অপরাধে ৭০ হাজারের অধিক টাকা জরিমানা আদায় করেন রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন এবং ৩০ জন মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছেন।
মোবাইলকোর্ট পরিচালনা বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, “মোবাইল কোর্টের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একদিকে সচেতনতা সৃষ্টি হয়, অপরদিকে সাধারন ভোক্তাদের অধিকার সংরক্ষন হয়, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনদুর্ভোগ দুরকরতে সর্বদা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং চলমান থাকবে।”