মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-রায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার একটি সামাজিক সংগঠন এফ বি ফাউন্ডেশন। গত কাল উক্ত ফাউন্ডেশন এর সাসংগঠনের আহবায়ক মোঃ তাইজুল ইসলাম মোল্লার সভাপতিত্ন্নর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ঈদ উল ফিতরে নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং সদস্যদের মাঝে সুদমুক্ত ঝণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক এই সংগঠনকে গতিশীল করতে সবাই একযোগে কাজ করতে একমত পোষণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম মোল্লা, হাফেজ মাওলানা জাকির হোসেন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ কবির প্রধান, মাহমুদ নাদিম, মেহেদী মুসা, এছাড়া অনলাইনে যুক্তছিলেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ফ্রান্স প্রবাসী মোঃ তোফাজ্জল মোল্লা, সদস্য সচিব সৌদি প্রবাসী মোহাম্মদ শামিম , সদস্য সৌদি প্রবাসী মোঃ তোফাজ্জল হোসেন, মালয়েশিয়া প্রবাসী ইকবাল হোসেন, মোঃ রুবেল সেলিম আহমেদ বাদল মিয়া, দুবাই প্রবাসী মোঃ মফিজুল ইসলাম, মরিশাস প্রবাসী শাহমোয়াজ্জেম হোসেন প্রমুখ।