নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপকারভোগিদের মাঝে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রোববার দুপুরে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন উপজেলা টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন। আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলায় ছয়টি ইউনিয়নে ১৩ হাজার ১৩৪জন তালিকাভুক্ত উপকারভোগীর কাছে টিসিবি পণ্য বিক্রয়ের অংশ হিসাবে প্রথমদিন গাঙ্গুরিয়া ইউনিয়নের ১ হাজার ৭৬২ জন উপকারভোগীর মাঝে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি সোয়াবিন তেল বিক্রি উদ্বোধন করা হয়। পণ্যগুলি প্রতিটি ইউনয়ন এলাকায় পর্যায়ক্রমে ১৬টি কেন্দ্রে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান, সরাইগাছি ওসিএলএসডি তোরাব হোসেন ও মুক্তিযোদ্ধা ইব্রাহীম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।