জগন্নাথপুর প্রতিনিধিঃ তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদল নেতা শাহ আলম আল তাহিদ সহ বিএনপির বিভিন্ন নেতা কর্মিদের পক্ষ থেকে জগন্নাথপুর এর বিভিন্ন জায়গায় ব্যানার পেস্টুন টানানো হয়। কিন্তু অভিযোগ পাওয়া যায় আজ সকাল ৮-৯ ঘটিকার দিকে ছাত্রলীগ নেতা কর্মিরা বিএনপির সকল ব্যানার পেস্টুন ভাংচুর করে। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার জানান ছাত্রলীগ নেতা কর্মিরা পুলিশের পাহারায় বিএনপির সকল ব্যানার পেস্টুন ভাংচুর করে তিনি আরো বলেন ছাত্রলীগের এমন কাজের পিছনে আওয়ামিলীগের স্থানীয় নেতা এবং যুবলীগ নেতাদের উসকানি রয়েছে, সরজমিনে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় কোনো জায়গায় পেস্টুন ভাংচুর আবার পানিতে ডুবে আছে।।