নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা, এগিয়ে চলো বাংলাদেশ” শ্লোগানের আলোকে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে নওগাঁর পোরশায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন। এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ পতœীতলা, সাপাহার ও পোরশা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহণ করেন।