নিজস্ব প্রতিবেদক বরিশাল ; বরিশালে স্কুলগামী ৭০ জন শিক্ষার্থী নিয়ে বিতর্ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেল ৩ টায় নগরীর জাহানারা ইসরাইল স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। তৃতীয় বারের মতো এই বিতর্ক প্রশিক্ষণের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ সোসাইটি’ নামের একটি সংগঠন। প্রায় ৩ মাস ব্যাপী এই প্রশিক্ষণে বিতর্কের নানান বিষয়ে দক্ষ করে তোলা হবে শিক্ষার্থীদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক মতবাদ পত্রিকার যুগ্ম সম্পাদক কবি হেনরী স্বপন, বরিশাল কিন্ডার গার্টেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সোবহান বাচ্চু, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরণ, বরিশাল বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইন, জাহানারা ইসরাইল স্কুল ও কলেজের চেয়ারম্যান সালেহ মাহমুদ শেলী, প্রশিক্ষক বরিশাল বিশ^বিদ্যালয়ের বিতার্কিক ফারাজানা ফেরদৌস। সভাপতিত্ব করেন লাল সবুজ সোসাইটির সদস্য অংকিতা চ্যাটার্জি।