বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে গত ১৮ মার্চ শুক্রবার দুপুর ২ টায় ভরপাশা মৌজায় জেএল নং ৪৬ এসএ ৬৫১ হাল ১৪৬২ দাগ এর মধ্যে একটি কাট খুটির ঘর উত্তোলন করার পায়তারা চালালে মৃত্যু আ: রশিদ খান এর পুত্র মো: রফিকুল ইসলাম খান বাদী হয়ে মো: হাকিম খান, আ: কাদের খান, কামাল খান,রিপন খান,জামাল খান,জসিম খান,শারমিন জাহান পাখি,লিপি বেগম,লাইজু বেগম সহ অজ্ঞাতনামা ৮/১০ জন কে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে, মো: রফিকুল ইসলাম খোকন গং দের সাথে আ: হাকিম খান ও আ: কাদের খান গং দের সাথে সম্পত্তি নিয়া বাকেরগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে এমপি ২৩৬/১৫ কাবি: ১৪৪/১৪৫ ধরার মামলায় মো: রফিকুল ইসলাম খোকন গং দের অনুকূলে দখল সত্বের আদেশ হয়। উক্ত আদেশ সংক্রান্ত পূনরায় বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে দেং ১৫/১৫ নং সত্ব দেওয়ানী মোকর্দ্দমায় বিবাদীদের সাথে দোতরফা সূত্রে বিচারের রায় ও ডিগ্রী মো: রফিকুল ইসলাম গং দের অনুকূলে হয়। অত্র দরখাস্তের বিবাদীরা উক্ত আদেশের বিরুদ্ধে দেওয়ানী আপিল নং ৭৪/১৮ বরিশাল বিশেষ দায়রা জজ আদালত হইতে দোতরফা সূত্রে বিচারের রায় ও আদেশ মো: রফিকুল ইসলাম খোকন গং দের পক্ষে হয়। বিবাদীরা বারবার পরাজিত হয়ে মহামান্য হাইকোর্ট ঢাকায় সিভিল ডিভিশন নং ৬৬৭/২০২২ মামলা দায়ের করে। উক্ত মোকার্দ্দমায় কোন নিষেধাজ্ঞা প্রার্থনা হয় নাই। এমতাবস্থায় বিবাদীরা অজ্ঞাত নামা ৮/১০ জন ভূমিদস্যু নিয়ে ১৮ মার্চ শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে একটি কাঠ খুটির ঘর উত্তোলনের পায়তারা চালায়। নামাজ শেষে ঘটনার খবর পেয়ে মো: রফিকুল ইসলাম খোকন ঘটনাস্থলে গেলে দেশীয় অস্ত্র নিয়ে খুন-জখমের উদ্দেশ্যে চারিদিক দিয়ে আক্রমণ করে। উভয়পক্ষের হইচই শুনে স্থানীয় লোকজন জড়ো হলে বিবাদীরা তখন ঐ স্থান ত্যাগ করেন। ওই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং হুমকি দেয় অতি শীঘ্রই জমিতে জোরজবস্তি কোরিয়া ঘর তৈরি করব এবং কেউ বাধা দিতে আসলে তাকে খুন করার হুমকিও দেয়।
অভিযোগকারী মো: রফিকুল ইসলাম খোকন জানান, থানায় অভিযোগ হওয়ার পরেও আজ ২০ মার্চ দুপুর ১২ টায় উল্লেখিত স্থানে বিবাদীরা পুনরায় পাকা ঘর নির্মানের অপচেষ্টা চালায়। আমি থানায় ফোন করিলে ঘটনাস্থল থেকে মো: আ: হাকিম খান ও মো: হারুন খানকে এস আই মনির থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা আলাউদ্দিন মিলনকে ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।