নিজস্ব প্রতিবেদক- নজরুল ইসলাম আলীম :আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগে নেমেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এর আজীবন সদস্য সদস্য আলহাজ্ব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক পিএসসি। তিনি গত ১৯শে মার্চ শনিবার সকাল ১১ ঘটিকার সময় বিমানযোগে ঢাকা থেকে বরিশাল বিমান বন্দরে পৌঁছান। এসময় তাকে বিমান বন্দরে স্বাগত জানাতে ছুটে যান ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুর রহমান।সেখান থেকে তিনি উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগের ছুটে যান চরামদ্দি ও চরাদি ইউনিয়ন এর বিভিন্ন হাট-বাজারে। অতঃপর জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক গত২০ শে মার্চ বোয়ালিয়া বাজার, পাদ্রিশিবপুর নিউমার্কেট, বাংলা বাজার, মহেশপুর, নিয়ামতি বন্দর,পাদ্রীশিবপুর বিসমিল্লা বাজার, ভরপাশা লক্ষীপাশা বাজার করেন গণসংযোগ ও পথসভা করেন। এ সময় এই নেতা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এস এম শফিকুর রহমান, ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও বাকেরগঞ্জ কলেজ সরকারি কলেজের সাবেক ভিপি আশরাফুজ্জামান খোকন,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান আলীম,পাদ্রীশিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন সিকদার, ছাত্রলীগ নেতা সাহান, আশিকুর রহমান আশিক, ভরপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান শাহ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা কেন্দ্রীয় এই নেতাকে তাদের মাঝে ফিরে পেয়ে তাদের সুখ দুঃখের বিষয় অবহিত করেন বলে জানান।