মোঃ লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নিম্ন আয়ের ২১হাজার ৯শ পরিবারে ভর্তুকিমূল্যে
ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) পন্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
২০মার্চ (সোমবার )বিকাল ৫টার দিকে উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল
ইমরান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, উপজেলার ২১হাজার
৯শত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তেল চিনি ও ডাল বিক্রয় করা হবে।
সয়াবিন তেল প্রতিকেজি ১১০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫টাকা ও চিনি প্রতি কেজি ৫৫টাকা দরে প্রতি কার্ডধারির মাঝে
২কেজি করে বিক্রয় করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন রৌমারী সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম রেজাউল করিম,
ইউনিয়ন সচিব রোকনুজ্জামান শিপন, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা,
ইউপি সদস্য সাঈদ, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।