মোঃ লিটন চৌধুরী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে এবং মোটরযান অধ্যাদেশ ২০১৮ সম্পর্কে চালক ও শ্রমিকদের অবহিতকরণ লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ ২০২২) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সড়ক দুর্ঘটনার কারণ, মোটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক আইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বাস্তবায়নকারী সংস্থা, উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি।
সহায়তায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ রৌমারী কুড়িগ্রাম, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান,ওমিতা বর্মণ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন,মো.সুজাউল ইসলাম সুজা সভাপতি রৌমারী প্রেসক্লাব,ট্রাফিক সাব ইন্সপেক্টর আঃহাই,
মো.রেজাউল করিম চেয়ারম্যান ১নং দাঁতভাঙ্গা ইউপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
অটোভ্যান,রিকশার ডাইভার,স্কুল শিক্ষার্থী,শিক্ষক, ইউপি সদস্য, সাংবাদিক গণ।