বিশেষ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগের সিনিয়র সাংবাদিক, সময় এক্সপ্রেস নিউজের বার্তা সম্পাদক এম এ আউয়ালের বাড়ীতে অগ্নিসংযোগ সহ নাশকতার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।সেনবাগ পৌর এলাকার দক্ষিণ কাদরা মৌলভী আবদুল করিমের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।অগ্নিসংযোগে পাকঘরের কিয়দংশ সহ পাশবর্তী মালামাল পুড়ে গেলেও বড়ধরনের বিপদ থেকে বিল্ডিং টি রক্ষা পায়।
স্হানীয় ফয়েজ উদ্দিন রুপক বলেন,সাংবাদিক এম এ আউয়ালের স্ত্রীর অসুস্থতায় পরিবারটির সদস্যরা গত পনের দিন ধরে চট্রগ্রামের একটি মেডিকেলে অবস্হান করছেন।বাড়ীতে লোকজনের অনুপস্থিতির সুযোগে রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা সিসিক্যামেরার পেছনের পাকঘরসহ আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।অগ্নিকান্ডে মালামাল পুড়ে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বিল্ডিংএ প্রবেশের সময় আগুন নিয়ন্ত্রণে এনে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শুক্রবার সকালে খবর পেয়ে স্হানীয় এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার বিকেলে সেনবাগ থানার এএসআই আশ্রাফুল আলম ও সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পেয়েছেন।পুলিশ কর্মকর্তা বলেন দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে নাশকতা চালানোর আলামত পাওয়া গেছে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি জানান,এটি নাশকতার ঘটনা। জড়িতদেরকে গ্রেফতারে ব্যবস্হা নেয়া হবে।
স্হানীয় কাউন্সিলর মহিন উদ্দিন মহিন ঘটনাস্হল পরিদর্শন করে বলেন, জঘন্য ঘটনা। অল্পের জন্য বিল্ডিং টি রক্ষা পেয়েছে।
স্হানীয়রা জানান,দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র নানা অপরাধে জড়িত রয়েছে।
সাংবাদিক এম এ আউয়াল জানান,পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও নাশকতার বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।
বিশিষ্ট সাংবাদিক এম এ আউয়াল প্রায় চৌদ্দ বছর ধরে সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া তিনি সেনবাগে করোনাকালীন সময়ে অক্সিজেন সেবা দিয়ে মানবিকভাবে দৃষ্টান্ত স্হাপন করেছেন। জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পসংস্কৃতিতে অনবদ্য ভূমিকা রেখেছেন। প্রতিবন্ধী সহ নানা প্রতিষ্ঠানে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
বর্তমানে তিনি দৈনিক আজকের পত্রিকা, দৈনিক মানবজমিন ও মোহনাটিভিতে কর্মরত রয়েছেন।
নাশকতার ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্নস্তরের অংশিজন।