নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু ক্লাব কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ২৫ মার্চ। হানাদার পাকিস্তানি বাহিনীর নিরীহ বাঙালির ওপর বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিজড়িত ইতিহাসের এক কালো অধ্যায়। ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। আজ জাতীয় গণহত্যা দিবস।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম গণহত্যার নজির স্থাপন করেছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। রাজধানী ঢাকায় সারা দিনের কাজ শেষে কর্মক্লান্ত নিরীহ মানুষ যখন ঘরে ফিরে ঘুমিয়ে ছিলেন, তখন তাদের হত্যার জন্য পথে নামে জলপাই রঙের ট্যাংক আর সাঁজোয়া যানের বহর। শুরু হয় কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট’।
এতে সভাপতিত্ব করেন কাজীবুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমদ, নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, বাঙ্গবন্ধু ক্লাবের কোষাধক্ষ্য মনিরুল ইসলাম আলম, যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ মওদুদ আহমেদ, সভাপতি ছাত্রলীগ পোরশা ডিগ্রী কলেজ রেজুয়ান সরকার ও বঙ্গবন্ধু ক্লাবে সকল সদস্য বৃন্দ