আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে।
(২৫ মার্চ) শুক্রবার বিকেলে নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবটির ভ্যেনুতে গণহত্যা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈজদ্দিন হাওলাদারের স্ত্রী মিসেস রাসিদা খানম। ক্লাবটির আবৃত্তি শিক্ষক মুক্তিযোদ্ধা কন্যা ও দুমকস কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক সাংবাদিক মিসেস রুনা আমির (রুনা) এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’র ইংরেজি প্রভাষক মোঃ আমির হোসেন।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে গনহত্যার ইতিহাস তুলে ধরে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সব শেষে শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও স্বধীনতার উপরে বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনান।