অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ২০১৬-১৭ সেশনের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শাহীনুর ইসলাম শাহীন ও ২০১৬-১৭ সেশনের ভূগোল ও পরিবেশ বিভাগের মিরাজুল ইসলাম মারুফ।
শুক্রবার (২৫ মার্চ) রাতে নীলফামারী জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা এডভোকেট রাকিবুল ইসলাম, রিফাত রাজ, হাফিজুল ইসলাম, মোফাচ্ছেরুল ইসলাম, জাহিদুল ইসলাম সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটিতে ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি হয়েছেন রাকিব হাসান, মনসুর আলম পাপ্পু, চয়ন রায়, ইমরান খান। সাধারণ সম্পাদক হয়েছেন মিরাজুল ইসলাম মারুফ, আন্দ্রোজীদ আহমেদ বিশাল, ঈমান আলী, নাফিজ ইসমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মোর্শেদ ইসলাম, আনতাজ হেনা আঁখি, মহিমা আক্তার লিজা, দপ্তর সম্পাদক হয়েছেন মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক হয়েছেন আবু রায়হান রতন।
বিজ্ঞপ্তিতে এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।
সভাপতি শাহীনুর ইসলাম শাহীন বলেন, ‘আমরা কমিটি পূর্ণাঙ্গ করার মাধ্যমে নীলফামারী জেলা ছাত্রকল্যাণকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জেলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবো।’
সাধারণ সম্পাদক মারুফ বলেন, ‘আমরা আমাদের জেলার শিক্ষার্থীদের নিয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং সুসংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তুলবো। দরিদ্র এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের সাহায্য করাসহ শিক্ষার্থীদের নানা উন্নয়নমূলক কাজও অব্যাহত থাকবে।’