অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।
শনিবার (২৬ মার্চ) সকাল ৭ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সকলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল, কর্মকর্তা সমিতি, জবি প্রেসক্লাব এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অপর্প করেন। পরে মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোক সজ্জারও ব্যবস্থা করা হয়েছে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান প্রচার করা হচ্ছে।