সামসুজ্জামান (সেন্টু) আত্রাই উপজেলা প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ভোর ৬টায় আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ( আত্রাই-রাণীনগর) জনাব মোঃ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এবাদুর রহমান প্রামানিক ও আত্রাই থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সাধারন সম্পাদক আত্রাই উপজেলা আওয়ামী লীগ, মোঃ আক্কাছ আলী প্রামানিক সহ সকল দপ্তরের অফিসার বৃন্দ।
আত্রাই থানা পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সবাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চার প্রদর্শন করা হয়। পরে বেলা ১২টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম।
এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।