২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে নীলফামারী জেলার ডলঢাকায় জেলা প্রশাসকের উদ্দেগ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ‘ভালোবাসার তরী’ খ্যাত তানিশা খান।আরও উপস্থিত ছিলেন আরটিভি বাংলার গায়েন ফোক রিয়েলিটি শো খ্যাত সারাবান তহুরা তন্নী ও গানে গানে বাংলাদেশের আছমাউল হুছনা স্বর্না।এছাড়া দেশীয় বেশ কিছু শিল্পীবর্গ উপস্থিত ছিলেন।
তানিশা খানের গান একের পর এক গান গেয়ে দর্শন মাতিয়েছেন।
এক দশক আগ থেকেই সঙ্গীতে পথচারনা শুরু হয়। গানকে ভালোবেসেই এ জগতে আসেন সঙ্গীতশিল্পী তানিশা খান। গানের সংখ্যা খুব বেশি না হলেও চর্চা নিয়মিত করে যাচ্ছেন তিনি। করোনার আগে নিয়মিত গানের শোতেও তাকে দেখা যেতো। একক মৌলিক গানের পাশাপাশি দ্বৈত গানেও রয়েছে তার দক্ষতা এবং দর্শকপ্রিয়তা।
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সাথে দ্বৈত গান করার পাশাপাশি নিজের একক মৌলিক গান দিয়ে শ্রোতা দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নতুন গান নিয়েও রয়েছে তার ব্যস্ততা। ২০২০ সালে করোনার সংক্রমন শুরু হলে গান প্রকাশ ও কনসার্টে অংশগ্রহণ বন্ধ হয়ে যায়। তবে বসে নেই এ সঙ্গীতশিল্পী। চর্চা চালানোর পাশাপাশি একাধিক গান তৈরি করেছেন এরই মধ্যে।সম্প্রতী ‘পতন ‘চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি।
এখন পযন্ত তানিশা খানের মৌলিক খানের নয়টার ও অধিক।কাজী শুভ ও তানিশা খানের ডুয়েট ‘ভালোবাসার তরী’ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
সঙ্গীতশিল্পী তানিশা খানে গানের পাশাপাশি শিক্ষার্থীদের গানও শেখান।তবে তিনি নতুন করে গান শেখানের কাজটিও চালিয়ে যাবেন বলেন জানিয়েছেন