সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক : সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। উপায় না পেয়ে বাবা ঈশ্বর দাস শুক্রবার মেয়েকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। তবে তার কিছুক্ষণ পরেই সুরেখার মৃ’ত্যু হয়। এরপর মর’দে’হ বাড়িতে নেয়ার ব্যবস্থা করতে না পেরে বাধ্য হয়েই মেয়ের মর’দে’হ কাঁধে নিয়ে রওনা দেন বাবা। এমন একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। মর’্মান্তিক এই ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের সুরগু’জা জেলায়।
আরো পড়ুন: রাশিয়াকে ‘যু’দ্ধাপরাধ’ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, মেয়েটি শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে মা’রা যায়। এরপর মেয়ের লা’শ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছেন বাবা ঈশ্বর দাস। তবে ওই স্বাস্থ্যকেন্দ্রের দাবি, লা’শ পাঠানোর ব্যবস্থা করার আগেই মেয়েকে নিয়ে চলে যায় পরিবার।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটি তদ’ন্তের নির্দেশ দিয়েছেন।