আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে শুক্রবার ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় স্থানীয় বধ্যভূমিতে বাংলাদেশের মানচিত্র তৈরি করে মোমবাতি জ্বালিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাপ্পী সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, মধুপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন।
২৫ মার্চ ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে সারাদেশে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় সেদিন ২৫ মার্চ গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।