নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে, সময় দিতে পারবেন না জানিয়ে এই নায়িকা সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠান। পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সমিতির দায়িত্বে থাকবেন বলেন জানান গুণী এই অভিনেত্রী। কিন্তু তাতে কোনো লাভ হলো না। আবেদনের প্রেক্ষিতে রোজিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। তিনি কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। আজ (শনিবার) বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
(২৬ মার্চ) শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী সদস্য অঞ্জনা, নাদের খান, অমিত হাসান, কেয়া, জেসমিন।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনী ফলাফলে সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুন আক্তার। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো এই পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। আপাতত সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে।