বিনোদন ডেস্কঃ ছোট পর্দার প্রিয় দুই মুখ রওনক হাসান ও নাদিয়া আহমেদ লিটু করিমের পরিচালনায় একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নাম ‘বৈরিতা’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই প্রচারে আসবে বলে জানান নির্মাতা।
টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে লিটু করিম বলেন, গতানুগতিক গল্পের বাইরে গিয়ে ‘বৈরিতা’ তৈরির চেষ্টা করেছি। দুই পরিবারের ভুল বোঝাবুঝি ও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নাটকের গল্প। আশা করি, দর্শকদের পছন্দ হবে।
রওনক হাসান বলেন, লিটু করিমের অনেক নাটকেই অভিনয় করেছি। তবে ‘বৈরিতা’র গল্পটা ছিল একটু ভিন্ন রকম। দর্শক টেলিফিল্মটি পছন্দ করবে।
নাদিয়া আহমেদ বলেন, লিটু করিম ভাইয়ের একটা ধারাবাহিক নাটক করতে আমি তার সঙ্গে অস্ট্রেলিয়াতেও গিয়েছিলাম। তার গল্প সবসময়ই একটু আলাদা রকমের হয়। বাস্তবতার ছোঁয়া থাকে। ‘বৈরিতা’ টেলিফিল্মেও দর্শক তার চারপাশের মানুষের চরিত্র দেখতে পাবে। আমি বৈরিতার সাফল্য কামনা করছি।
সরকার মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নূর এ আলম, সঞ্জীব আহমেদ, চৈতন্য বসাক, হাসান রাজিব, শাহীন সিকদার, রতন মাহমুদ ও রেশমী জামান।