মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি- আজ নড়াইল জেলায় টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলায় ২১ জন ডিলারের মাধ্যমে ৪৫ হাজার ৫ শত ৯১ জন কার্ডধারীকে ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুশুরের ডাউল দেয়া হচ্ছে। প্রতিটি প্যাকেজের দাম পড়বে ৪৬০ টাকা।
সোমবার (২৮মার্চ) সকাল ৮ টায় সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ হিমায়েত হুসাইন ফারুক চেয়ারম্যান বিছালী ইউনিয়ন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মুরসালিম (মির্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ) ইউপি সচিব শ্রী অসিম কুমার, ইউপি সদস্য মোঃ মাজহারুল ইসলাম,ইউপি সদস্য গাজী হাফিজুর রহমান, ইউপি সদস্য আলী ইমাম সর্দার, ইউপি সদস্য অসীম কুমার বিশ্বাস, ইউপি সদস্য সাধন কুমার, ইউপি সদস্য পান্না বিশ্বাস, টিসিবি ডিলার মোঃ মহসিন মোল্যা, সাংবাদিক মোঃ রাসেল হুসাইন সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।