নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :- বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে জামাইকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর। নিহত রাব্বি শরীফ (২৫) পেশায় একজন ট্রলি চালক। সে একই ইউনিয়নের লোচনাবাদ গ্রামের মুনসুর শরীফের ছেলে।
প্রায় চার বছর আগে পশ্চিম শ্যামপুর গ্রামের রহিম হাওলাদারের মেয়ে ইয়াছমিন বেগমকে বিয়ে করে রাব্বী। তাদের দাম্পত্য জীবনে রিয়া মনি নামের একটি কন্যা সন্তান রয়েছে।
শনিবার সকালে নিহত রাব্বির বাবা মুনসুর শরীফ জানান, বিয়ের পর থেকেই তার ছেলে দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগেই ছিল। গত ঈদুল ফিতরের পর থেকে ইয়াছমিন তার বাবার বাড়িতে চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করে। এ কারণে তার ছেলে রাব্বিও শ্বশুর বাড়িতেই রাত্রিযাপন করে আসছিল।
নিহত রাব্বির ভাই রাজু শরীফ বলেন, শুক্রবার রাতে তার ভাই রাব্বির শ্বশুর বাড়ির লোকজনে ফোন দিয়ে জানায় সে (রাব্বি) বিষপান করেছে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
Leave a Reply