1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হউন মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় ড. শাম্মি আহমেদ

  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:- মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা আজ শনিবার আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারী, সহ-সভাপতি আব্দুল জব্বার কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, মোস্তাফিজুর রহমান রিপন, এস এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সিরাজ উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক জমদ্দারসহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকগন। প্রধান অতিথি ড. শাম্মি আহমেদ বলেন আগষ্ট মাসব্যাপী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হবে, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং গতিশীল করতে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, বিরোধী দলের নৈরাজ্য প্রতিহত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। এ সময়ে তিনি সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন। এছাড়াও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং সারাদেশে বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দিয়ে একটি অবাদ ওসুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে সফল করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে কাজ করে যেতে বলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews