1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

বিএনপির ভয়ংকর অগ্নিসন্ত্রাসের রূপ আবার দেখলো দেশবাসী: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

খান মেহেদী :- দেশবাসী আবারও বিএনপির ভয়ংকর অগ্নিসন্ত্রাসের রূপ দেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩০ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চম পর্বে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩০ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চম পর্বে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চম পর্বে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিলেও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়নের কাজ বন্ধ করে দেয়। ক্যান্টনমেন্ট মসজিদ নির্মাণও বন্ধ করে দেন খালেদা জিয়া। ইসলাম ধর্মের নামে রাজনীতি করেন তারা। অথচ ধর্মের প্রতি তাদের কোনো আন্তরিকতা ছিলো না, যা ছিলো লোক দেখানো।

গতকাল (শনিবার) বিএনপির ঢাকা প্রবেশ পথে অবস্থান কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের ভয়ংকর অগ্নিসন্ত্রাসের রূপ আবার দেখলো দেশবাসী। আবার যেন অগ্নিসন্ত্রাসীরা দেশের ক্ষতি না করতে পারে, সেজন্য সকলের কাছে আহ্বান রইলো। আমরা চাই না অগ্নিসন্ত্রাস হোক, আমরা চাই দেশের শান্তি-উন্নতি।

সমাজে নানা ধরনের অপকর্ম হয়, এগুলো থেকে যেন মানুষ দূরে থাকে; জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কেউ যেন সম্পৃক্ত না হয়, সে বিষয়ে আলেমদের ভূমিকা রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘মুষ্টিমেয় কিছু মানুষের জন্য শান্তির ধর্ম ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে; এটা মানা যায় না। জঙ্গিবাদ-সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন।’

ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘জুম্মার নামাজের খুতবায় সামাজিক বিষয়ে সচেতন করা, কোমলমতি শিশুরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপে যুক্ত না হয়, সেদিকে দৃষ্টি দেবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews