এফ.আই.নয়ন (স্টাফ রিপোর্টার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, আমাদের পুলিশ সদস্যরা জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটদের সাথে থাকার পাশাপাশি জেলায় গনপরিবহন কমাতে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবে। কেউ যদি আইন-শৃংঙ্খলা ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে আমরা কঠর ব্যবস্থা গ্রহন করবো।
২১শে জুন (সোমবার) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গনমাধ্যমকে দেয়া এক প্রেস ব্রিফিং করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম এ কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারনে আগামীকাল (২২শে জুন, মঙ্গলবার) ভোর ৬ টা থেকে ৩০শে জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে। এ সময় জনগন যাতে ঘর থেকে কম বের হয় সে দিকে আমাদের পুলিশ সদস্যরা লক্ষ্য রাখবে। বিনা প্রয়োজনে যাতে মানুষ রাস্তায় ঘোরাফেরা না করে সে জন্য আমাদের পুলিশ সব সময় তৎপর থাকবে।
এর আগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী ও ব্যবসায়িবৃন্দদের নিয়ে লকডাউনে কিভাবে নারায়ণগঞ্জের পরিস্থিতি সুন্দর রাখা যায় তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জাহুরা, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ মোহসীন মিয়াসহ অনেকে।