নিজস্ব প্রতিবেদক:- বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তাসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ মোশারেফ হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী আনসারের একজন পিসি একবছরে দুইটি ক্যাম্পে যথাক্রমে নুন্যতম ৬ মাস করে দায়িত্ব পালন করবেন।
কিন্তু শেবাচিম হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার(পিসি )মোহাম্মদ মোশাররাফ হোসেন নিয়ম অমান্য করে প্রায় ১৯ মাস যাবৎ এই ক্যাম্পে দায়িত্ব আছেন। আর দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ত্ব পালনের সুবাধে তিনি হয়ে উঠেছেন বেপরোয়া।
আনসার সদস্যদের কাছে বিভিন্ন সময়ে টাকা দাবি করেন এবং তার দাবিকৃত টাকা না দেয়ায় কারণে বিভিন্ন অজুহাতে চাকরি থেকে সাময়িক প্রত্যাহার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য বলেন, মোশাররাফ হোসেন টাকার বিনিময়ে আনসার সদস্যদের হাসপাতালের বিভিন্নস্থানে ডিউটি প্রদান করেন।
এছাড়াও মেডিকেলের সামনে ফুটপাতে হকারদের কাছ থেকে সপ্তাহে টাকা উত্তোলন, ডায়গনস্টিক সেন্টার গুলো থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি মেডিকেলের টিকিট কাউন্টার, শিশু বিকাশ, মেডিসিন, টহল ও ক্যাম্পের সদস্যদের কাছে থেকে থাকা – খাওয়ার বিল পাশের জন্য ৩৫00 টাকা এই প্লাটুন কমান্ডার কে দিতে হয়।
আনসার সদস্যদের ছুটি পাস করা ও অফিস যাতায়াত খরচ বাবদ টাকা নেওয়া অভিযোগ রয়েছে। এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করায় ৬ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হলেও অদৃশ্য কারণে পিসি মোশাররাফ হোসেন ছিলেন ধরা ছোঁয়ার বাইরে।
এবিষয়ে আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন অনিয়মের সাথে জড়িত নেই। নিউজ করলে আমার কিছুই হবেনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল জেলা কমান্ডেন্ট এস এম মজিবুল হক পাবেল, সম্প্রতি আমি বরিশাল যোগদান করেছি, তারপরও আমি খোঁজ নিয়ে দেখবো। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।
News Editor
Leave a Reply