নিজস্ব প্রতিবেদক:- বাকেরগঞ্জে ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ” ছোট রঘুনাথ পুর টু দূর্গাপর ব্রিজ” যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে তার তাই ভোগান্তিতে পড়ছে জনসাধারণ।
ব্রিজ আছে চলাচলের জন্য রাস্তা নাই জনসাধারণের দূর্রভোগ চরমে, অর্ধ কোটি টাকার ব্রিজ তারপরও এলাকার মানুষ সুফল ভোগ করতে পারছে না জনসাধারণের চলাচলের একমাত্র ব্রিজটি কষ্টের কারন এলাকাবাসীর প্রতিদিন হাজারে মানুষের চলাচল,ছোট রঘুনাথ পুর টু দূর্গাপুর এই ব্রিজ দিয়ে, ছোট রঘুনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছোট রঘুনাথ পুর মাধ্যমিক বিদ্যালয়, এম এ মালেক ডিগ্রী কলেজ এর হাজারে ছাএ ছাএী ও গাড়ি চলাচলের একমাত্র ব্রিজটির দুই পাশে ওঠা নামার সংযোগ রাস্তা নাই,ব্রিজের ঢালের দুই পাশে দুটি দোকান থাকার করণে ব্রিজের ঢাল ঠিক ভাবে না দিতে পারায় ভোগান্তিতে পরছে জনগণ। উন্নায়ন হয়েও যদি জনগণ তার সুফল ভোগ করতে পারছে না। তাই বাকেরগঞ্জ উপজেলা ইউ এন ও মহোদয়, এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের সুদৃষ্টি কামনা করছি যাতে বিষয়টি নজরে আসে আর কাজটি তারাতাড়ি সমাধান হয়।
News Editor
Leave a Reply