নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা :- গাইবান্ধার সদর বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার নামে চলছে চেয়ারম্যান ও মেম্বারদের জোরপূর্বক হোল্ডিং ট্যাক্স আদায়। সুবিধা ভোগীরা বলছেন, ভাতার কাগজ পত্র জমা দিতে এলে চাপ প্রয়োগ করে বাড়ির হোল্ডিং ট্যাক্স নিচ্ছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।
অন্যদিকে স্বজনপ্রীতি দেখিয়ে অনেকের কাছ থেকে নিচ্ছেন না এই ট্যাক্স। এরকম আচরণে ক্ষুব্ধ সুবিধাভোগিরা।
জানা যায়, গত ২ দিন থেকে অন্যসব বাসিন্দাদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আাদায় না করতে পারলেও এসব অসহায় সুবিধাভোগী গরীব অসহায় মানুষদের কাছ থেকে জোর করে ২০০ টাকা করে আদায় করছেন চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্যরা।এতে করে হয়রাণির শিকার হচ্ছেন প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা মানুষ।তাদের অভিযোগ, সরকার ফ্রিতে এসব ভাতা জমা নেয়ার নির্দেশ দিলেও যতক্ষন পর্যন্ত হোল্ডিং ট্যাক্স না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোন স্বাক্ষর দিচ্ছে না ও জমা নিচ্ছে না ইউনিয়ন পরিষদের সদস্যরা। তারা আরো জানান, যে যারা হোল্ডিং ট্যাক্স দিবে না তাদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান। অনুসন্ধানে দেখা যায় বল্লমঝাড় ইউনিয়নে টিসিবির ৪৬০০ কার্ড বরাদ্দ হইলে প্রতিটি কার্ড এর বিনিময়ে ১০০ টাকা উৎকোচ নেয় ইউনিয়ন পরিষদ। এই ব্যাপারে গাইবান্ধা সদরের ইউএনও শরিফুলের সাথে সাংবাদিক কথা বললে এরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অভিযোগ পেলে ব্যাবস্হা নিবেন বলে জানান।
রক্ষক এখন ভক্ষক দেখার কেউ নেই তাই সাধারন মানুষ যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
News Editor
Leave a Reply