নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে সারাদেশ ব্যাপি সক্রিয় হয় উঠেছে ছিনতাইকারী ও চোর চক্র।সদ্য যোগদানকৃত দাগনভূঞায় থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ নিজাম উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায় গত ২১ আগষ্ট ২৩ ইং গভীর রাতে ভোর ৪ ঘটিকার সময় দাগনভূঞায় পৌরসভার ফেনী রোডে ওবাইদুল্লাহ ম্যানসনে ইলেকট্রনিক সিটি ( আকাই) নামীয় টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক্সস দোকানে চুরির চেষ্টাকালে পেশাদার দুই চোর কে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মিজানুর রহমান (২৭) সাইফুল ইসলাম ফরহাদ(২২)।আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।
এই বিষয়ে দাগনভূঞা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন বলেন,দাগনভূঞা থানাধীন এলাকায় অপরাধ ও অনিয়ম ছুরি ছিনতাই,ইফটিজিং মাদকসেবন ও বিক্রি করাসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নিয়ে নীতিমালা ও ঘোষনা দেন তিনি।এর আগে মোঃ নিজাম উদ্দিন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
News Editor
Leave a Reply