1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন

দেশব্যাপী আলোচিত এমটিএফইর দুই প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

সময় এক্সপ্রেস নিউজ ডেক্স :- মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহীর মোহনপুর থানার বিশুহারা গ্রামের শ্রী দিজেন্দ্রনাথ সাহার ছেলে শ্রী দিপেন্দ্রনাথ সাহা (৪৩) ও নওগাঁর মহাদেবপুর থানার মহাবেদবপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. লতিফুল বারী বাবু (৪২)।

দেশব্যাপী আলোচিত এমটিএফইর দুই প্রতারক গ্রেপ্তার
মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুবাই থেকে পরিচালিত কানাডা ভিত্তিক মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেলে ব্যবসা করা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে সাধারণ জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এর ফলে হাজার হাজার যুবক তাদের জমানো টাকা হারিয়ে হয়েছেন দিশেহারা। আলোচিত বিষয়টি নিয়ে সাম্প্রতিক এমটিএফই অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়।

সংবাদটি নজরে আসলে গত ২৩ আগস্ট রাজশাহীর জজ কোর্টের আইনজীবী জহুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজপাড়া থানা পুলিশ, সিআইডি ও পিবিআইকে নির্দেশ প্রদান করেন। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ঘটনার সত্যতা পেয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পুলিশের অভিযানের খবরে গ্রেপ্তার এড়াতে প্রতারকরা গা-ঢাকা দেয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews