1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩৪ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :-  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ চিটাগাং রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,২০,০০০/- (দশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ ইমান (৪৫), পিতা-মৃত ফজলু শিকদার, সাং-দানের হাট, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ২। ফরিদা বেগম (৪০), স্বামী-নজরুল ইসলাম, সাং-কাঞ্চনপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। রুপসী বেগম, স্বামী-মোঃ ইমান, সাং-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews