1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : News Editir : News Editir
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

মির্জা ফখরু‌লের বক্তব্যে বিস্মিত জামায়াত

  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে জামায়া‌তে ইসলামী। শুক্রবার ঠাকুরগাঁও‌য়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃ‌তি‌ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

শনিবার দেওয়া এক বিবৃ‌তি‌তে তিনি বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে জনগণ হতাশ। বিএনপি মহাসচিবের বক্তব্য সর্বোতভাবে প্রত্যাখ্যান করছি।

শুক্রবার ঠাকুরগাঁও‌য়ে এক অনুষ্ঠা‌নে বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’।

বিবৃ‌তি‌তে এটিএম মাছুম আরও ব‌লে‌ন, জামায়াত অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধেও নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত ১৫ বছরে জামায়াত সবচে‌য়ে নির্যাতিত এবং মজলুম। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার পর বর্তমান আমির, নায়েবে আমির সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতাদেরও কারাগারে আটক রাখা হয়েছে।

সরকা‌রের স‌ঙ্গে আপসের প্রশ্নই আসে না দা‌বি ক‌রে এটিএম মাছুম ব‌লে‌ন, জামায়াত ফ্যাসিস্ট, স্বৈরাচার ও জালেমের সঙ্গে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না। করার প্রশ্নই আসে না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকারবিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

মির্জা ফখরুল‌কে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থে‌কে সরকার পত‌নের এক দফা আন্দোলন জোরদার করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে জামায়াত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews