1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

স্বামী-সন্তান নিয়ে অন্তরালে কেমন আছেন পপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:- একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরেই অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই দুই বছর আগে নিজেকে আড়াল করেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন মিডিয়া সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। বিশেষ করে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ নামের একটি সিনেমার শুটিং অর্ধসমাপ্ত রেখেই নিরুদ্দেশ হন পপি। এটি ছাড়া আরও কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু সবাইকে অপেক্ষায় রেখে অন্তরালবাসী হন এই চিত্রনায়িকা। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন বিয়ের খবর। এরপর জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পপি। সে সময় এ তথ্য নিশ্চিত করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক তারই এক ঘনিষ্ঠজন। যদিও পপির বিয়ের কাবিননামা নিয়ে রয়েছে ধোঁয়াশা!
পপির সন্তান জন্মের দুই বছর হতে চলল। কিন্তু আজও তা নিয়ে একটি শব্দ করেননি এই নায়িকা। অন্তরালে কেমন আছেন পপি, আর কতদিন আড়ালে থাকবেন তিনি? কবেই বা স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসবেন। উত্তর অজানা।

জানা গেছে, এক জাহাজ ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করছেন পপি। স্বামীর নাম আদনান, বয়স ৭০ ছুইছুই। এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামীর দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে এক কন্যাসন্তান রয়েছে বলে সূত্রের খবর। স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি ‘চারিদিকে শত্রু’ সিনেমার এই নায়িকা। স্বামী-সংসারে সেভাবে ভালো নেই পপি। সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়ার পর থেকে ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ করে দেন তিনি। করেছেন ঠিকানা বদলও। মাঝে পপির নতুন ফোন নম্বর হাতে আসে নিউজজি’র। যোগাযোগ করা হয় ‘দাম দিয়ে প্রেম যায় না কেনা’ অভিনেত্রীর সঙ্গে। তবে পরিচয় পেতেই মুহূর্তেই রং নম্বর জানিয়ে কথা বাড়ানোর আগেই ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দিয়েছিলেন তিনি।
তবে ‘রং নম্বর’ বলে চালিয়ে দিলেও পপির চিরচেনা কণ্ঠ আট থেকে আশি সবারই চেনা। কণ্ঠ শুনে রাস্তার দিন মজুরের ওই লোকটিও বলবেন এটি ‘জানের জান’ পপিই। বর্তমানে সেই নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ভালোবাসার সংসার আর সন্তান নিয়েই এখন কেটে যাচ্ছে পপির দিন-রাত। অনেকেই ধারণা করেছিলেন সন্তান জন্মের পর নিজেকে ফিট করে প্রকাশ্যে আসবেন পপি। এরই মধ্যে জিম করে নিজেকে ফিট করেছেন তিনি। তবে ওজন কমিয়ে নিজেকে তৈরি করলেও ফেরার তাগিদ নেই ‘প্রেম করেছি বেশ করেছি’ এই নায়িকার। এখন সংসারে অভিনিবিষ্ট তিনি।
তবে পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর জীবনে যা–ই ঘটুক না কেন, তিনি শিগগিরই ফিরবেন সবার মাঝে, করবেন সব জল্পনা-কল্পনার অবসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews