1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

সোনবাগে ৩৫তম প্রশাসন ক্যাডারের চৌকস ইউএনও’র যোগদান

  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

এম এ আউয়াল : নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ৩৫তম প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। দুপুরে পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জিসান বিন মাজেদ। সভায় পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল,মুক্তিযোদ্ধা এসএম আব্দুল ওহাব, ভাইসচেয়ারম্যান গোলাম কবির,জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন,ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং সভাপতি আবদুছ সাত্তার বিএসসি,সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক এম এ আউয়াল, সাংবাদিক মো: হারুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, বাজার কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ, শিক্ষক সমিতির মো: শহিদ উল্যা, শিক্ষক আবুল বাশার প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,

শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি,মাদক নিয়ন্ত্রণ, কিশোরগ্যাং দমন,ইভটিজিং ,বাল্য বিবাহ বন্ধ , পরিবেশ দূষণ,বিনোদন পার্ক স্হাপন আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রশাসন ক্যাডারের এ চৌকস কর্মকর্তা কক্সবাজারের উখিয়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জম্ম গ্রহন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ৩৫তম প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি রাজশাহী, চট্রগ্রাম ও বরিশাল বিভাগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews