আসাদুল ইসলাম:- ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব সুন্দরগঞ্জ এর আয়োজনে সহিংসতা বিরোধী তারুণ্যের অধিকার, উন্নয়ন ও ভোট শীর্ষক বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে(সামাজিক বিজ্ঞান অনুষদে)ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ সুন্দরগঞ্জ এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী ও শিক্ষার্থী,সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জের তিন কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী,কেন্দীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান আসাদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুর রহমান হাসু। কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিকুল ইসলাম সুমন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে যাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি আফরুজা বারী বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।শেখ হাসিনার সরকারে থাকায় আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে।তাই শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সুসংগঠিত থেকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
News Editor
Leave a Reply