1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

বাকেরগঞ্জে রাতের আধাঁরে জ্বালিয়ে দিলেন ব্যবসায়ীর দোকান

  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ- বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার ব্যবসায়ী হেমায়েত হাওলাদারের দোকান ঘরটি রাতের আধাঁরে জ্বালিয়ে দেবার ঘটনা ঘটে, এ ঘটনায় ব্যবসায়ী হেমায়েত হাওলাদার বাদি হয়ে অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে ১৫ ই সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

একইসাথে সন্দেহ জনকদের তালিকা প্রকাশ করে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায় বড়িয়া বাজারে জে এল ৩৬ নং মৌজায় ২২৪ নং খতিয়ানের ২২ নং দাগের দুই শতাংশ জমি ক্রয় করে তার উপর পঁচিশ ফুট ১০ ইঞ্চি লম্বা ও ১০ ফুট আয়তন বিশিষ্ট একটা টিন কাঠের ঘর তুলে হেমায়েত হাওলাদার বেশ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছিলেন।

কাঞ্চন আলী হাওলাদার গং উক্ত চৌহদ্দি ভূক্ত জমিতে নির্মিত দোকানঘরটি তাদের বলে দাবি করে এর বিপরীতে একটি দোকান ভাড়ার চুক্তিনামা তৈরি করে ঘরটি দখল নিতে জোর প্রচেষ্টা চালান। এক পর্যায় নিরুপায় হয়ে হেমায়েত বিগত ২০২১ সালে বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বাদি হয়ে ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারায় অভিযোগ দায়ের করেন যার মামলা নং২৫২/২১ উক্ত মামলায় আদালত আবেদনের বিষয় সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ কে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হলে তিনি বিগত ১১-১-২০২২ তারিখে ১৪৪নং স্মারকে প্রতিবেদন দাখিল করেন। সে প্রতিবেদনের পরিপেক্ষিতে আদালত উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত রিপোর্টের উপর পর্যালোচনা করে আদেশ দেন যেহেতু বিরোধীয় সম্পত্তি বাদি হেমায়েতের ভোগদখলীয় হওয়ায় বাদির দখলীয় সম্পত্তিতে বিবাদীদের প্রবেশ বারিত করে মামলা নিস্পত্তি করার আদেশ দেন। এবং বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এতে বিরোধীদের সকল চক্রান্তের পথ বন্ধ হয়ে যায়। পরিস্থিতিতে বিবাদিরা জোটবদ্ধ হয়ে একের পর এক স্বরযন্ত্রের পথ খুঁজতে থাকেন কি করে হেমায়েতকে ওখান থেকে উচ্ছেদ করা যায়। তাদের সে বিষয় নিল নকশা তৈরি করতে প্রশাসনের একটা কুচক্রী মহলের সহায়তায়। পাল্টা মিথ্যা অভিযোগ দায়ের করে সব রকমের কাগজপত্র গুছিয়ে রাতের আধাঁরে ব্যবসায়ী হেমায়েতের নির্মিত ভোগ দলীয় দোকান ঘরটি জ্বালিয়ে দেয় এ চক্রটি। এ বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান অভিযোগের ব্যাপারে সত্যতা নিশ্চিত করে ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews