1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : News Editir : News Editir
রবিবার, ১২ মে ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ইয়াংছায় বন্যহাতির তান্ডবে ২ গরীব অসহায় কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি!!

  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

মুহাম্মদ এমরান: পাহাড়ি বন্যহাতির তান্ডবে দিশাহারা হয়ে পড়েছেন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের কৃষকেরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর হাতির দল পাহাড় থেকে নেমে এসে তান্ডব চালায় ফসলি জমিতে। ফসল খেয়ে ও পা দিয়ে পিষিয়ে নষ্ট করে ফেলছে। এতে করে উঠতি ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার কৃষকরা। এ অবস্থায় ঢাক-ঢোল বাজিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা।

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার অন্তর্গত ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৮৪ নং ইয়াংছা মৌজার ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদা বেগম এর ভোগদখলীয় হোল্ডিং নং আর/৩১১ এ ৪.৫০(চার একর পঞ্চাশ শতক) এবং ইছমতআরা বেগমের ভোগদখলীয় হোল্ডিং নং আর/১২২ এ ৩.০০ (তিন একর) জমির উপর চাষকৃত কাজুবাদাম, তিত করলা, লাউ, কলাগাছসহ নানান সবজি খেতের উপর বন্যহাতির তান্ডবে গরীব অসহায় বৃদ্ধা কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত ১৫ দিন যাবত হাতির একটি দল প্রতিনিয়ত আমাদের কৃষি ও ফসলী জমির উপরে তান্ডব চালিয়ে আসছে, সেই সাথে অসহায় পরিবারের লোকজনের উপরে আক্রমণ চালায়।

তাঁরা আরো জানান, দিন দুপুরে এই হাতির দল ফসলী জমির আশেপাশে পাহাড়ে লুকায়িত থাকে। এরপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফসলী জমিতে এসে পায়ে পিষ্টে ফসল গুলো নষ্ট করে ফেলে। সরজমিনে গিয়ে দেখা যায়

উল্লেখ্য যে, লামা বনবিভাগের রেইঞ্জ কর্মকর্তাও একাধিকবার সরজমিনে এসে তদন্ত করে যায়।

শনিবার (০১-০৭-২০২৩ইং) ০৩ নং ফাঁসিয়াখালী ইয়াংছা,পোয়াংবাড়ী এলাকায় সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৫ দিন ধরে বন্যহাতির বিশাল একটি দল অবস্থান করছে পার্শ্ববর্তী পাহাড়ে। হাতির এই দলটি প্রতিদিন কৃষকের জমিতে নেমে আসছে। কয়েক দিনের অব্যাহত হাতির তান্ডবে ইয়াংছার দুই কৃষকের প্রায় ৫ একর ফসল বিনষ্ট হয়েছে। এতে দিশাহারা ক্ষতিগ্রস্ত দুই কৃষক। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, চলতি বছর বন্যহাতির দল প্রথমে বোরো ধান, গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করে। পরে তিত করলা, কাকরল, লাউ, কাজুবাদাম, কলাগাছসহ বিভিন্ন ফসল ভেঙ্গে ও পায়ে পিষ্টে নষ্ট করে। এখন আমনের আবাদ বিনষ্ট করছে। খাদ্যের সন্ধানে অভুক্ত হাতিগুলো লোকালয়ে এসে ছোটাছুটি করে। হাতির তান্ডবে এখন তাদের রাত কাটে নির্ঘুমে।

ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদা বেগম এবং ইছমতআরা বেগম বলেন, প্রতি বছর বন্যহাতি ফসলের ব্যাপক ক্ষতি করে। বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি সহযোগিতার দাবি জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews