গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ ফের ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে দ্বিতীয়বার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বর মাসেও তিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
শুক্রবার গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার ছাড়াও জেলার কালিয়াকৈর থানার মো. আনিসুর রহমান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও শ্রীপুর থানার নুরে আলম সিদ্দীক শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
আগামী ২২ নভেম্বর ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য অক্টোবর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের ক্রেস্ট ও সম্মাননা সনদ দেবেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নুরে আলম মিনা গতকাল বৃহস্পতিবারের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন আরও জানান, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা তিনটি ক্যাটাগরিতে (এসপি, এসআই, ও এএসআই) শ্রেষ্ঠত্ব অর্জন করে।