1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে লুকসজিয়ার আউটলেট উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

নাঈম সজল : আধুনিক ফ্যাশন হাউজ লুকসজিয়ার ১ম শোরুম উদ্বোধন করা হয়েছে। ০৩ নভেম্বর ২০২৩ বিকেল ৫ টায় ঢাকার বনশ্রীতে ফিতা ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করা হয় ইন্টারন্যাশনাল ফ্যাশন পন্যের এই আউটলেট।

উদ্বোধন করেন চিত্রনায়িকা শিরিন শিলা ও চিত্রনায়িকা তানিন সুবহা। এসময় আরো উপস্থিত ছিলেন চিত্র নায়ক অনিক রহমান অভি, উপস্থাপিকা ও ডিরেক্টর নানজীবা খান, অভিনেত্রী দিশা মনি, কোরিওগ্রাফার পিয়াল হোসাইন, কোরিওগ্রাফার টনি, লুকসজিয়ার সিইও & প্রতিষ্ঠাতা নাজিম হোসাইন শেখ, লুকসজিয়ার সহ-প্রতিষ্ঠাতা নয়ন আহম্মেদ।

এছাড়া উপস্থিত ছিলেন সাইফুর রহমান, ব্যাবস্থাপনা পরিচালক-মার্স গ্রুপ, ফিরজ আলম সুমন- চেয়ারম্যান আল-কাদেরীয়া লিমিটেড, তারেকুল ইসলাম -ব্যাপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড, আব্দুল কাদির মনির-সহকারী ব্যাপস্থপনা পরিচালক,মার্স হোম লিমিটেড সহ অন্যরা।

লুকসজিয়ার সিইও & প্রতিষ্ঠাতা নাজিম হোসাইন শেখ জানান “সম্পূর্ণ বিদেশী ব্রান্ডের কসমেটিকস ও ফ্যাশন পন্য দিয়ে লুকসজিয়ার আউটলেটটি সাজানো হয়েছে। যারা ব্রান্ডের সঠিক কসমেটিকস পন্যটি নিতে চান তারা অবশ্যই লুকসজিয়ার আউটলেট পরিদর্শন করতে পারেন। আমরা শতভাগ সঠিক মানের লেডিস কসমেটিকস ও অন্যান্য আইটেম গ্যারান্টি সহকারে দিচ্ছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews