1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন

সাংবাদিককে উড়িয়ে দেওয়ার হুমকি তিশার-প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

কয়েকদিন ধরেই শোবিজের আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। মূলত তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরই নাট্যাঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় নানা কথা চাউর হয়। অনেকেই বলতে থাকেন, ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি! তারপরই খবরের খোঁজে তৎপর হয়ে ওঠে গণমাধ্যম। এদিন দুপুর পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে আড়ালেই ছিল তাঁর অসুস্থতার মূল রহস্য। এক পর্যায়ে বিকালে বাসায় ফিরে দীর্ঘ এক পোস্টে তিনি এই ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করেন। একদিন পরে ছড়িয়ে পড়ে এক অডিও ক্লিপ, যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা! সোমবার (২০ নভেম্বর) এই জল গড়িয়েছে ডিবি কার্যালয় অবধি। অভিনেত্রী এদিন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিশার এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজপথে নামেন সাংবাদিকরা।
জানা যায়, বেলা আড়াইটার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাঁরা তানজিন তিশার অপেশাদার আচরণ ও ধৃষ্টতার প্রতিবাদ জানান। শেষ বিকাল নাগাদ ডিবি দফতরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোরও কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তাঁর বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর গণমাধ্যমে সেটি প্রকাশ হয়। মূলত এ ঘটনার জেরেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়ায়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। যদিও সেই ক্ষমা চাওয়ার পোস্ট পরবর্তীতে মুছেও ফেলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews